Wellcome to National Portal
Main Comtent Skiped

Our Achivement

২০০৯ হতে ২০২২ পর্যন্ত  মাগুরা সড়ক বিভাগের সমাপ্তকৃত উন্নয়নমূলক কর্মকান্ড

 

মাগুরা সড়ক বিভাগের সমাপ্তকৃত উন্নয়নমূলক কর্মকান্ড

ক) উন্নয়ন প্রকল্পঃ (সমাপ্তকৃত)

  1. মাগুরা-মোহাম্মদপুর-কালিশংকরপুর-নহাটা-লোহাগাড়া সড়ক উন্নয়ন প্রকল্প।
  2. নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়ক পূর্নবাসন প্রকল্প।

 

)   জেলা সড়ক উন্নয়ন প্রকল্প-১ম পর্যায় (খুলনা জোন) এর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহঃ

  • শ্রীপুর-লাংগলবাঁধ-ওয়াপদামোড়  সড়কে  ৯ম কিঃ মিঃ মেরামতসহ সীলকোট।
  • মাগুরা-শ্রীপুর সড়কের ১৪.০০ কিলোমিটার ডিবিএস কাজ।
  • শ্রীপুর-লাংগলবাঁধ-ওয়াপদামোড়  সড়কে  ২য় কিঃ মিঃ মেরামতসহ সীলকোট।

 

          গ) পিএমপি-সড়ক (মেজর) কর্মসূচী) এর আওতায় সমাপ্তকৃত কাজসমূহঃ

  • যশোর-মাগুরা সড়কের পিএমপি ডিবিএস কাজ।
  • দৌলতদিয়া-ফরিদপুর-মাগুরা-ঝিনাইদহ-যশোর-খুলনা-মংলা জাতীয় মহাসড়কে রামনগর হতে আলমখালী পর্যন্ত ডিবিএস কাজ।

 

ঘ)  পিএমপি-সেতু/কালভার্ট (মেজর) কর্মসূচী) এর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহঃ

  • মাগুরা-শ্রীপুর সড়কে ৩০.০০ মিঃ ১টি পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ।
  • যশোর-মাগুরা সড়কের ২৩.০০ কিলোমিটারে সীমাখালী ডাইভারশন সেতু নির্মাণ কাজ।

 

১। দৌলতদিয়া-ফরিদপুর-মাগুরা-ঝিনাইদহ-যশোর-খুলনা-মংলা (এন-৭) জাতীয় মহাসড়কের মাগুরা শহর অংশের রামনগর মোড় হতে আবালপুর পর্যন্ত প্রশস্তকরণ।

প্রকল্পের দৈর্ঘ্যঃ ১০.১৫ কিলোমিটার

সংশোধিত ডিপিপি মূল্যঃ ১১২০৭.৩৩ লক্ষ টাকা

বাস্তবায়নকালঃ ০১-০১-২০১৬ হতে ৩০-০৬-২০২২ পর্যন্ত।

সংশোধিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের অন্তর্ভুক্ত প্যাকেজ সংখ্যাঃ ০৩টি।

 

২। শালিখা(মাগুরা)-আড়পাড়া-কালিগঞ্জ(ঝিনাইদহ) জেলা মহাসড়ক প্রশস্ত ও মজবুতিকরণ প্রকল্প

প্রকল্পের দৈর্ঘ্যঃ ৩৯.৪৯ কিলোমিটার (মাগুরা অংশ ২৪.০০ কিঃমিঃ)

সংশোধিত ডিপিপি মূল্যঃ ১০৯৮০.৪৬ লক্ষ টাকা

বাস্তবায়নকালঃ ০১-০১-২০১৭ হতে ৩০-০৬-২০২১ পর্যন্ত।

সংশোধিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের অন্তর্ভুক্ত প্যাকেজ সংখ্যাঃ ০২টি।

 

পিএমপি-সড়ক (মেজর) কর্মসূচী) এর আওতায় কাজসমূহঃ

  • শ্রীপুর-লাংগলবাঁধ-ওয়াপদামোড়  সড়কে  ১০.৩০২ কিঃ মিঃ ডিবিএস কাজের দরপত্র আহবান করা হয়েছে।

 

পিএমপি-সেতু (মেজর) কর্মসূচী) এর আওতায় কাজসমূহঃ

  • মাগুরা-মোহাম্মদপুর  সড়কের ১৭তম কিলোমিটারে বেথুলিয়া নামক স্থানে একটি ৩১.৮২৮ মিটার একটি পিসিগার্ডার ব্রীজ পুনঃ নির্মাণ কাজের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন।